অতি বড়ো সে মহারথী
তিনি সদৈব খোঁড়া ,
স্থির রথ, সচল করায়
যদি না টানে ঘোড়া ।


ছিল বিশ্বজয়ী বীর-যোদ্ধা ,
পাপী লঙ্কেশ রাবণ ;
রামের হাতে হয় নিধন
সীতা হরণ কারণ ।


রণাঙ্গনে অসতর্কতায়
প্রাণে বাঁচা দায় ,
পিছন পানে দৌড়ে বাঁচায় ,
হীন বৃত্তি তায় ।


মাকড়সা জালে বদ্ধ জীবন ,
রুদ্ধ হয় শ্বাস ;
আলসেমিতে বাঁচতে শেখা ,
বুদ্ধি হয় যে নাশ ।


ঘড়ির কাঁটার মাত্র কাজ
চক্করকাটা সার ,
টনক নাড়ায় সবার মনে ,
জাগ,-ওঠ, এবার ।


(ইং-২৬-১০-২০১৮)