যুদ্ধ বাঁধে কোন দেশে
বকধার্মিক উপকার ছলে
নব নব সে চাল চালে
সাধ্যমত লাভের আশে ।
মধুর সুরেলা বাঁশি শুনে
তুফান ওঠে হৃদয় কোণে
ঘুরে ফিরে প্রভুর জালে
ভক্ত জড়ায় সব কালে ।


তার মধ্যে ভক্তর বড়াই
ভাবনা যেন আঁকার প্রতি
একটু বেশী, আদেশ ছাড়াই ।
আঁকা জানে কখন কারে
কাজে লাগবে দরকারে
তৈরী থাকে সেই হারে
তাই তো আদর কত ভক্তরে ।


উপরে যেন দয়ার ভাব
প্রভুর বাঞ্ছা অধিক লাভ ,
পাছের ধোঁকার প্রমাণ আছে
তবু ভক্ত- ভক্তিতে নাচে ,
আস্থায় চলে যায়- সবব্যথা
ভক্ত সুষুপ্ত, ফুরায় কথা  ।


(২৯-০৭-২০২২)
আঁকা > প্রভু । পাছের > পেছনের ,গত । সুষুপ্ত > গভীর নিদ্রায় ।