প্রত্যেক শিশু স্বপ্নে-স্বপ্নে যৌবনে পদার্পণ
অভিভাবকের হাত ধরে জীবন পথে তার গমন ,
মাতাপিতা, শিক্ষক,গড়ে তাকে আদর্শ কায়ায়
শিশু হয় একদিন পরিপক্ক, তাঁদের ছত্র ছায়ায় ।

মা-বাবার চোখের মনি , চমক ভরা দ্যুতি
কত কত স্বপ্ন পোষে তাঁর আগামী মানিক প্রতি ,
সব হয় ধুলিসাৎ ,তালা !সমস্ত রোজগার দপ্তর
চাকরী নেই , বোর্ড ঠাঙানো, শূন্য কর্ম খবর ।

এ কী সমাধান ? জীবন যে অরাজকতায় ডাকে বান
এ ভাবে সুষ্ঠু সমাজ গড়ে না, –না বাড়ে তার মান ।
সময় থাকতে সমস্যার যদি না হয় নিদান -
অচিরে ঘনায় ঝড় ,সব উড়িয়ে করে খান-খান ।

চালক চতুর যতই বাজাক মিষ্ট-মধুর-গানের ধুন
ছাইচাপা দিয়ে রাখা যায় না ক্ষোভের-আগুন ।

(২৫-০৭-২০২২)