বিজ্ঞান মতে গরিলা, শিম্পাঞ্জি, বানর, বনমানুষ  
তারাই আজ ভরে সংসারময় ,
সময় সে মহা ধুরন্ধর, ধর্ম তার পরিবর্তন -
মনে হয় ওরাই সৃষ্টি কারক সংসারের মানুষ্য-জন ।


যতই করা হোক শ্রেষ্ঠত্বের জল্পনা
কালগতি কাউকে ছাড়ে না ,
যতই হও না কেন এ যুগের মান্যবর ,
অসম্ভব! মুক্তি পাওয়া কালের ক্ষেত্রাধিকার ।
মুছে যায় যুগ হাওয়ায় সব সংস্কার
এক সময় তার থাকে না গর্বের খরব ।


ধনাঢ্য কিংবা মহন্ত-ফকীর ,
শেষ সম্পর্ক লীন-  মাটির !
চড়ো না কেন গাড়ী-ঘোড়া, উড়োজাহাজ ,
লাফালাফি- ঝাঁপাঝাঁপি পড়ে রয় সব কর্ম-সাজ ।
কে শ্রেয় , কে বা হেয় ?
আঁখি মুদলে, রূপ-রস-গন্ধ ভরা এ দেহ
তাকে আগে রাখে না মনে- কেহ !


(২২-০৫-২০২৩)