সুশ্রী ধ্বজাধারী ধর্মরাজ, যার একছত্র রাজ ,
    অপার অর্থ পেশীবলে, চষে সমাজ ।
ধামাধরা সহস্র সাকরেদ ,জোটে ঝড়ো বেগে
   সুখের অংশ হজম করে আপন ভোগে ।


সুখভরা সাগরে সন্তরণ ,প্রমোদে যান ভেসে
   সমাজে আদৃত পাত্র, কাল যাপন হরষে !
ধনাঢ্য বর্গকুলে অদেখা, দুর্দিনে দুঃখ-সন্তাপ ,
  গৃহমাঝে মণি-কাঞ্চন, ঢের অপরিমাপ ।


সেবা পেতে শোষণ, উপরে নৈতিকতায় যতন
  ইহকাল পরকাল, ভাগ্য ভাগ্য নিয়ে ভাষণ ,
জলে ভরাডুবি বা অঘোরে মৃত্যু হেরি, না ক্ষোভ
    মোহপাশে বাঁধার বিদ্যা- জানা অমোঘ ।


যতোই আসুক না কেন বজ্রনাদে রোগশোক ,
    দ্বারে বদ্যি-সেবারত থাকেন সচেতক ।
আসলে যুগযুগান্তর এ প্রথা ধর্মরূপে বাঁধেঘর ,
   নীতির মূল গভীরে প্রথিত, তিনি অনড় ।


(ইং-১৬-০৪-২০২০)