ইঁদুর! স্বভাবে সে ,কী সেয়ানা !!
তার প্রকৃত স্বরূপ কার না জানা ?
তার চরিত্র !একার স্বার্থ একটা ,
ভাল-কু । কর্তনে ,কার্যে মাতা ।


সংসার ভাবনা ভাবা, নিঃস্ব তুল্য ,
অগ্রাহ্য ভবিষ্যৎ, জীবন মূল্য !
ধারণে এমনি, কত না ইঁদুর রীত ,
আছেন বিচক্ষণ, জ্ঞানী-পণ্ডিত !


মুখ্য শিক্ষণ, জ্ঞানে মান্য-ধম্মে ,
ইঁদুর আচরণ দেখা, সদা কাম্যে ।
অমূল্য, কষ্টের ধন, গচ্ছিত ব্যাঙ্কে ,
ইঁদুর কেটে খায় ! বিরাট অঙ্কে !


সংখ্যায় এ ইঁদুর দৌঁড়ে অনেক ,
তারা বেসামাল, হাজারো শতেক !
কত না উজলা, ভূবন ভরা খুশী ,
হাস্য বদন, অপরূপ-রূপে,-রূপসী !


খুন মজ্জায় ধারণা গ্রথিত রয় -
ভরসায়, ঘণঘোর বিপদ করি জয় ।
চরিত্রটা, মান্য ধর্মে, আস্থার বাহক-
তাই, চুঁহা-মুষিকের পূজো হোক !!


(ইং-০৬-০৪-২০১৮) -বেঙ্গালুর
দ্রষ্টব্য- কথাটা ইঁদুর আচরণ,- উপরে দেখলে মনে হয় মাত্র নিরীহ প্রাণী ! তার কাজ- ভাল ও মন্দটা কুরে কুরে কাটা । দেশের সম্পদ ব্যাঙ্কে রাখা, সেখানে সেই শান্ত ভদ্র ইঁদুর সেঁধ লাগায় ! এ ঘটনা যেন সংখ্যায় দিনো দিন বাড়ছে । ইঁদুর গণেশের বাহন ,পূজো পায় -তাই বলা । আগে ও পূজো পাবে এটা মস্ত বড়ো আস্থার ব্যাপার । ধন্যবাদ ।