নেতার নিজ স্বার্থপুষ্ট ভাষণ –
মোহিত হন প্রবুদ্ধ জন ;
প্রতাপীর কর্মকাণ্ড শোষণ ,
যেন শূন্য দেশহিতৈষী মন ।
শাসনে যার জ্ঞান না বিশেষ
আগে দুঃখের থাকে না শেষ ,
পথ ধরে, হতে মালামাল
নামই মুখ্য ধারা। ধরা হাল ,
অনেক বিপদ এমনি ভুলে
কাজে এটাই অশান্তির মূলে ।
নেতা হবে একনিষ্ঠ রতন -
এক দরদী, নিঃস্বার্থ মন ,
ত্যাগ ও পরিশ্রমে সজ্জন ;
দেশ গড়ে, মনের মতন ।
প্রতিভা ধন্য, কাজ করে -
জনতা ভক্ত নেতা গড়ে ,
তারা প্রাণও দেয় শত-শত
দেশ হয় কাজেতে উন্নত ।
(০৬-০১-২০২৫)