আশা ছিল চিন্তারা দিন-দিন জাগবে
তারা ধরায় ঔজ্জ্বল্যে অবতরিত হবে ,
যোগ্যে অযুত অরুণ আলোয় রাঙিবে
চিন্তা, এ যুগে নবাড়ম্বরে দিক ভরিবে ।


নিষ্ক্রিয় স্বরূপ যদি পথ মাঝ যুগপৎ
উদিবে না আলোকধারা আজি- জগৎ ।
গতিধারার কি হাল ! কষ্ট হয় ভাবতে ,
নিভু নিভু প্রদীপ, সমাপ্তি- তেল সলতে ।


আঁধারে কি না হয় ! ভগ্যের পরাজয়
ঘনায় অচলতার দিক ক্রমান্বয় ধারায় ,
নির্লিপ্ত জড় নেশারা জাগে অভাগায় ।
জনমন করুণ দৃশ্য আজ ছলছল আঁখি
ইতিহাস ঘাঁটিলে মেলে, গত সব সাক্ষী ।


কোথা খুঁজি এ জড়োতার উচ্ছেদ মূল
প্রার্থনা কালে চিন্তায় ছিল না তো ভুল ?
মানব-পতন মূলে, নিষ্প্রভ,-নিষ্ক্রিয়তার
সে খিলআঁটা রুদ্ধদ্বার , ভয়াবহ আঁধার ,
সুন্দর মনঃ- মস্তিষ্কে, অভাব যদি চিন্তা -
গমনে অজানা পথে, নিজেরে নিজ হন্তা ।


(ইং-১৯-০৫-২০২০)