যদিও, শব্দর সৃষ্টি- মধুর বোল
তবু , চৌদিকেতে শোরগোল ,
কোন সমস্যার না পেলে হদিশ
একমাত্র ভরসা, ডাকা জগদীশ ।


ধরা গোল কক্ষপথও গোল
ঘুর্ণনে চলা, না সরলরেখায়
গোলের মধ্যেই ঘুরপাক খায়
যতো গণ্ডোগোল ।


বেদ,পুরান, ভাগবাদ- গীতা
জেনে - কাটিয়ে অস্থিরতা ,
আধুনিক জ্ঞানে সবভুলে
যাত্রায় চলন গোলমালে ।


কাঁচা চুলে আজ পাক ধরা
জ্ঞানে চৌবাচ্চা বেশ ভরা
কপালে জ্যোতি- সৌম্যদৃশ্য
ঠোঁটের আগায় স্মিতহাস্য ,
ভাবনা দেখ -হট্টোগোল -
উপদেশ বাণীরা গোলগোল ।


(১৩-১২-২০২০)