পয়সা সে তো কাজে ভগবান ,
ডাকায় লক্ষ্মী, বাড়ে তার মান !
পয়সা সক্ষম কাজে ভরণ-পোষণ-
কাব্য কথার শেষ নেই রূপশ্রী বর্ণন ।
ভোটকালে নামডাক বাড়ে তার বেশ ,
যে দলের অর্থ কম কষ্ট যে অশেষ ।


বিনা কড়ি- গুণী ,ন্যায়ী ,সাধু -সৎ ,
হেরে ভোটে, চিৎপাত- ধূলিসাৎ ।
জনতা চিরদিন লক্ষ্মীর সতঃ পূজারী ,
তারা জেতায় দেখে, অর্থের ছড়াছড়ি ।


যে দল সবচেয়ে পয়সায় ভারি
সব ভোটার ধায়, তারে তাড়া করি ।
মাত্র পয়সা মেলার- আশায় আশায় -
কত না ধৈর্য্যে-কষ্টে প্রজা বেঁচে রয় ।


(ইং-২৯-০৩-২০১৯)
*-আগামী ২০১৯-এর লোকসভার ভোট, সুষ্ঠু সুব্যবস্থিত হোক এই কামনা করি ।