পবিত্র রূপ নামটি খুব, গর্ব ভরা সম্মান ,
নামাবলি গায়ে দিলে জুড়ায় মনোপরাণ ।
নামটা শুনে মনটা মাতে ,আশা-বিশ্বাসে ,
অর্থ জেনে ভাবুক মনে কত কি যে ভাসে ।


কথা কাজে ভুলে মজে দলটি গড়া রাজ ,
সমাজবাদ নামটি আজ, অন্যবিচার সাজ ।
‘শ্রমিকদল’ পুঁজিবাদী চল ইংল্যাণ্ডে আছে ,
বেকারদল ধনীর চাল গড়বে হয়তো পাছে ।


কত জুড়ে নামাবলি মুড়ে দিব্যি তারা ঘোরে ,
পাড়া ময় হেঁকে যায়, নিত্য দোরে- দোরে -
মাল বেচায় ভরে মিথ্যায় বিজ্ঞাপন সাজায় ,
নেতা সাধু কথায় মধু ,খলের ছল বেজায় !


(ইং-১৬-০৫-২০১৯)
রাজ > চরিত্র , অন্তরার্থ ।
*-কাব্যসার > বিজ্ঞাপনে খারাপ মালকে ভাল বলে চালায় ।
দেশে সমাজবাদী নামের দল আছে, আসলে তার কাজ সমাজবাদ নিয়মে না !
ইংল্যাণ্ডে ‘লেবার পার্টী’ ( শ্রমিক দল) আছে ,আসলে ধনীরা চালায় ।
ভবিষ্যতে বেকার দল হয়তো হবে , তা ও ধনীরা চালাবে ।
এমত নামাবলি গায়ে দিয়ে তার আঁড়ালে এনেক অসাধু কাজ চলছে সমাজে ।