সাগরের বুকে মন লুকাই সুগভীরে
অজানা অদ্ভূত আবেশে তার নীরে !
সে মন্ত্রমুগ্ধ করে রূপে সরল মন-
চিত্ত নাচে নিত্য ছন্দে, অন্তঃকরণ ।
          
দেখি সেথা মনঃকাড়া দৃশ্য সঘনন ,
তার কত বা বুঝি মহিমা অসাধরণ !
সুনামীর ঊর্মি সর্পফনা ,লেলিহান !
উজাড়ে হয়তো প্রাণ, সে জল প্লাবন ।


রাজনীতি, রোজানা কত ছলনা-ভীতি -
অজানা সাগরসম, তার রূপ পরিস্থিতি ,
কি সে রুদ্ররূপ ! ক্ষণে করে ধারণ ।
জনে নয় বোধগম্য , রাজনীতির ধরণ -
সে কত ঘুর-প্যাঁচ, গোলক ধাঁধা !
ছলনা-ধোঁকা ,সত্য-মিথ্যায় বাঁধা ।


জ্ঞানে ,মূঢ়মতি অবুঝ তায় অতি -
সদা চাওয়া সেথা হতে যেন বিরতি ,
জন জানে মরীচিকাসম করে ক্ষতি-
চায়না জীবন-মতি, কাজে রাজনীতি ।


গরীবে, জড়-আস্থাহীন সাধারণ তন্ত্রে ,
ভরেনা ক্ষণে পেট, রাজনীতি মন্ত্রে ।
অপলক, আশাহত শুষ্ক তাকিয়ে -
যেন সাগর, সেই রেখেছে ভাবিয়ে !
তবু চায় বাঁচিতে, গরীব কিছু সুখে ,
জীবনে হা হুতাশ নিয়ে সদা বুকে !


(ইং-১১-০৩-২০১৮)