শ্রীকৃষ্ণ স্বয়ং গুণহীন, স্থিতিপ্রজ্ঞ ,
যোগী,শ্রেষ্ঠজ্ঞানী,দার্শনিক সুযোগ্য ।
উৎপ্রেরিত করিতে মহতি কাজে ,
উজাড়ি গূঢ়জ্ঞান রাখেন সহজে ।
গীতা রূপ কাব্যে, অজস্র শ্লোকে
প্রদানেন সবিনয়ে সে অর্জুনকে ।


অর্জুন দগ্ধ ! মনেতে দ্বিধা সংশয় -
প্রগাঢ় ঘনমসী- আবছা জ্ঞানময় !
বিজ্ঞ শ্রীকৃষ্ণ, তিনি যে অন্তর্যামী ,
সহজেই বোঝেন অর্জুনের কমি ।
দিলেন দর্শন, রূপে সে ‘বিশ্বরূপ’ ,
অর্জুন হতবাক, স্তম্ভিত, নিশ্চুপ !


এই বিশ্বরূপ এখন যেন ‘নীলছবি’ -
অনেকের আজ রোজকার হবি !
এ দৃশ্য কেউ নেয় সহজ করে ,
কেউ বা বদহজম,-রোগে মরে !
গুরু, গূঢ়জ্ঞান, সবারে বাটেন না !
কার হিতে শুভফল, তাঁর জানা ।


(ইং-২২-০৯-২০১৮)  
*-গুণহীন > সত- রজো- তমঃ, তিন গুণের উর্ধ্বে ।