ভোলা যায় না সে দৃশ্য শাপলা, পদ্মর ঘর ,
প্রস্ফুটিত নয়নাভিরাম সুশোভিত সরোবর -
নিঃস্পৃহ ভাবনা ,অসাড়তা, ঘেরা দেহ সনে ,
যদি সে রূপ দর্শনের ইচ্ছা না জাগে মনে ।
  
নিবিড় ছায়াঘন কাননে কূজন-কাকলি
চঞ্চল বিহঙ্গ মাতিয়া আছে ডালি ডালি ,
দিল লাগেনা ঐ উছল-কুদ মাতাল ক্ষণ
এ মনোহরা প্রকৃতির দৃশ্যে বসে না মন !


ঝর্না বয়ে চলে ঝর-ঝর নৃত্য তালে তালে
এ ও ভাল লাগে না মনে তার চলা-চলে ।
কর্ম শেষে ঘর্মগায়ে আবাল-বৃদ্ধ-বনিতা ,
গৃহে ফেরে চিন্তাঘন মন ভরা ব্যাকুলতা ।


কপর্দক শূন্য আর্ত ভিখারীর দিন চলা
রাত পেরিয়ে দিবস শেষে গড়ায় বেলা ।
মনে জাগেনি কারো অনুভূতি একঢেলা
মানবতার অবহেলা, বিরাজে সেথা মেলা ।


(ইং-১১-০৬-২০১৯)