জীবন আর তার সাথে প্রেম অমূল্য সম্পদ
অসময় অজান্তে দুটোর পরেই এলো আপদ !
একি অদৃশ্য শত্রু, বায়ুমণ্ডলে ভরা চতুর্দিক ,
সর্বপ্রকার যোগাড়যন্ত্র, তবুও ভয় অত্যধিক ।


যাঁরা সুস্বাস্থ্য জ্ঞানে শ্রেষ্ঠ , জীবন মানে দামী ,
বিত্তবানে মজবুত, কোনতায় দেখি না কমি ।
খাদ্য-খাদকে পুষ্ট শরীর , মেহনতী ও বটে –
অভাবিত বিপদে হৃদকাঁপে হাসি নাই ঠোঁটে ,
মানুষেরা অসীম কষ্টে, শান্তি পায় না মোটে
বিজ্ঞ-জ্ঞানী, সরল মন, তবুও বিপদ ঘটে ।


একি কঠোর সে করোনা ! হয় না মোটে ক্ষয়
রূপটি ধরেছে অধুনা বিশ্বে বিধ্বংসী সময় ।
একই রব চৌদিকে ভায় নিজেরে করো রক্ষা ,
সাবধানতা অবলম্বনে, সজাগে থাক একা ।


(ইং-০৬-০৪-২০২০)