পেটে যদি না থাকে খিদের টান
গলা ভর্তি অমাপা খাবার ধান
থাকলে খোরাক চুন সুপারী পান ,
মনে আসে ছন্দ-কবিতা-গান ।


ঝঞ্ঝাট মুক্ত সুখভরা সে পরাণ
লেখন কলায় আগে জাগে ধ্যান ,
আত্মসুখে নাচে মন ও কপাল
তবে অর্থায়ের ফলাফল আকাল !


জ্ঞানে ভরা, ইথারনেট- মাধ্যম ,
কত না ধ্যান-চেতন-মন উত্তম
কর্ম, তারা গায়েমাখা বারোমাস ,
লেখার দাম দিনোদিন হয় হ্রাস –
বাদসাধে না হিসেবে বিশেষ খাস -
কিছু কিছু কাজ অভ্যাসের দাস ।


(১৫-০৪-২০২২)