পথ, অনেক হ’ল চলা- গড়ায় বেলা
এবার সময় এল অভিজ্ঞতায় ভরা ঝোলা ,
সব করে খর্ব, একটি নেংটিইঁদুর ,
বুদ্ধিবলে তার সুনাম , বেজায় সে বাহাদুর ।


কাপড় পরে না- কেবল বস্ত্র কাটে-
খিদের কারণ না !মাত্র কণাও যায় না পেটে ।
দাঁত নিশপিশ করে অনিষ্টে তায় ,
নেংটিইঁদুর চালাক, আজনম চলন ধারায় ।


যুগযূগ, ধরা মাঝে- এরকম ছাপ ,
গৃহস্থ্য কোনকালে অনিষ্ট তরে পায় না মাপ ।
অগত্যা এ নিয়তি বা দৈব খেলা -
এসব সাথে নিয়ে জীবন পার, শেষ হবে চলা ।


(০১-১১-২০২০)