সে অগ্নি যুগের সিপাহী
পরাধীনতার অবসাদ হৃদে ঘর করে
শূন্য হাত, আত্মবল- সে পথ ধরে
আমরণ পণ- সংগ্রাম,স্বাধীনতার তরে
বীর সুভাষ তিনি ছিলেন অদম্য অভয়ী ।


যার রাজত্বে সূর্য অস্ত যায় না- দিনভরে
সে ইংরেজ প্রতাপীর অত্যাচার সহ্য করে
দানা বাঁধে বুকে, প্রচণ্ড অপমান ক্ষত
যৌবনে ধরেন বাঁচা-মরা কঠিন জীবন ব্রোত ;
তাঁরই তৈরী সে আজাদহিন্দ সেনা
বীর বিক্রমে ভারতের সীমানায় দেয় হানা ।


সেখানেও বাদ সাধে কাল !
বিশ্বযুদ্ধে সময়ের মোড় ঘোরে, অসম্ভব বেতাল ।
নেতাজী সুভাষ হলেন নিরুদ্দেশ ,
ফেলে আঁখিজল সেই থেকে কাঁদে গোটাদেশ ।


(২৩-০১-২০২২)
১২৫-তম শুভজন্ম জয়ন্তিতে নেতাজী সুভাষকে সশ্রদ্ধ প্রণাম জানাই ।