শুষ্ক খা-খা, ধাবিত বাতাস
অপলক দৃষ্টি, শূন্য আকাশ
মেঘ বিহীন, শীতলতা ক্ষীণ ,
জড়িত, স্মৃতির বেড়াজাল  
দৃশ্যরা- আবছা মলিন ।
পাঁজর-অস্থি অস্থির হাঁপর
বেদনায় জর্জরিত- নীল ,
ছায়াঘন নীবিড় বন-অরণ্য
আজ তারাও হ’ল অমিল !


ভাবি, ঐ যে বন্ধু দিগন্ত সুশীল
হয়তো স্বস্তি- মেলে তিল* ।
পেতে চাই খবর- ব্যস্ত ভোর
সেথা ও বাধা, খাল-বিল ।


সে ও দুর্ভাগ্য, কপাল জন্য
ঘনালে শ্রাবণ মেঘ
অবাধ্য, কথায় নয় মান্য
বহে তার মত গতিবেগ ,
কত আগ্রহ দুফোঁটা বারি
ছোঁয়ায় করতলে তা’ ধরি
শুধু বাঁচা আশা ও আবেগ ।


দূর থেকে কত ডাক শুনি
আলো- ছায়া আলেয়া ,
দেয় যেন ইশারায় হাতছানি
যদিও বনান্তরে শব্দ ভরে মেলা
ওঠে- করুণ, পত্র-মর্মর ধ্বনি !


*তিল > সামান্য ।
(ইং-২৫-০১-২০২০)
( “ফিরে যেতে চাই ”,-ইং-২৫-০১-২০২০) কবি ‘দীপক কুমার বেরা’ তাঁর কাব্যে মোহিত হয়ে আমার এ কাব্য “বেদনার মর্মর ধ্বনি” লেখা । কাব্যটি শ্রদ্ধেয় কবির  নামে উৎসর্গ করিলাম ।