এক পক্ষ খাদ্য অপর পক্ষ খাদক
উভয়ে মিত্রতায় -অসম্ভব বাধক ;
গবাদিপশুরা ঘাস খেয়ে বাঁচে ভবে ,
ধরে ধরে, বনের বাঘ- হরিণ খাবে ।
মানব যদি না চায় আপসে মিত্রতা ,
মানুষে মানুষে সেথা লক্ষ্যিত শত্রুতা ।
এক জাত- অপর জনে মানে বিধর্মী ,
ঘৃণ্য অন্যায় চিন্তায় সে হয় বেশর্মী !


কাজে, মূলরূপ, সম্পদ হড়প মতি ,
নির্মম জঘন্য, হীনতা, বিচার নীতি !
ভাবনায়, আস্থায় জোর মিথ্যার মন্ত্র ,
অন্যের সর্বস্ব লুটপাট , ষড়যন্ত্র !
যুগে-যুগে প্রবাহিত, তেজধার গ্লানি ,
তবু মানুষ সে খ্যাত, বুদ্ধিমান প্রাণী !


(ইং-২০-০৯-২০১৮)