বাঁচার দু’ধারা কালীমা ও উজ্জ্বল ,
এক ধারা মরু, অপর ধারা জল ।
মহতেরা পৃষ্ঠপোষক হবে না খল ,
সত্যরে রক্ষার্থে সংঘর্ষে কেবল ।
সেই অতীত হ’তে এ ধারা বয় ,
অহরহ সংঘটিত হেরি বিশ্বময় ।


কত নির্মম, জীবকুলে সাধুসেজে ,
সহস্র শকুন তারা ভাগাড়ে মজে ।
করে লাশের গন্ধে, আনন্দ-কীর্তন ,
অকারণ স্বার্থে প্রাণ, করিছে হনন ।


ক্রুশে বিদ্ধ যীশু, মূল্য সে গুণের ,
মর্ত্যে ভরা মূঢ়, শুদ্ধিতে মনের ।
সংঘর্ষময় সসাগরা, রূপ ধরায় ,
কোটি যীশু আজি- জীবন হারায় ।


(ইং-২৪-১২-২০১৮)
#-সকল বন্ধুদেরকে হৃদয়ে বড়দিনের শুভকামনা ও শুভেচ্ছা জানাই ।