বিশ্বাসে মান্য যার উদাস- জড়তায় -
শুভর আশা পোষা, বৃথা সেথায় !
মনেতে দানা বাঁধা- ভরা যে ভ্রান্তি -
কি করে দর্শনে মেলে, সে মহাক্রান্তি ?


কারা চায়, যুগান্তকারী ক্রান্তি- অতি ,
নির্মূলে সমাজের অশুভর সে ক্ষতি ?
শোষণের পাদমূলে করে কশাঘাত ,
অন্যায় সমূলে ,ক্রান্তি করে নিপাত !


ক্রান্তি নয় দৈবাৎ- বাঁধ ভাঙা জল -
নয় সে গাছের- সদ্য পাকা ফল !
দরকার একনিষ্ঠ ভাবনা তার প্রতি ,
পুরাতনে পরিবর্তন আনে যে ক্রান্তি ৷


ধ্যেয় তার মজ্জায় ,অন্যায়ে প্রতিবাদ ,
ক্রান্তি সে অস্তিত্ব হীন ৷ বিনা সংঘাত !
বিষাক্ততা দূরভিতে, সমূলে উৎখাত -
মানেনা সে কুপ্রথা, আরো জাতপাত ৷


ক্রান্তি সর্বদা সূর্যসম ,ত্যেজদীপ্তমান !
ক্রান্তি সংঘর্ষে আগমন, রূপে বলিয়ান ৷
সুসময়ে ক্রান্তির হ´লে নয়া জনম ,
সে আগামী নূতন, আনিতে সক্ষম ৷


সুষ্ঠু-বলিষ্ঠ নীতি ,দেশেতে আবাদ ,
দানা বাঁধে ক্রন্তি ,সে পরম সম্পদ ৷
বোঝা লাগে তার প্রকৃত আচার -
কেন দূষিত সমাজে, ওঠে হাহাকার ?


শোষণ, অত্যাচার, দ্বেষ-বিদ্বেষ -
অস্থির, জ্বালা তায়, সমাজ- দেশ !
গড়িতে সংসার, উদয়ে সচরাচর ,
পেতে ভালর ভাল, তায় শুসামাচার ৷


শোষণের বিরুদ্ধের প্রকৃত বরদান ,
নবজ্যোতি প্রসারিতে ক্রান্তিই বিধান ৷
ক্রান্তি সে আসে ,ক্রান্তির অনুভবে ,
উৎপাটনে শোষণ, জাগৃতিতে সবে ;
দু’দশ নয় ! শতসহস্র ঐক্য সংযোগ -
কালের নীতিতে গুণীর, চাই সহযোগ ।


নিস্বার্থ ত্যাগ, বলিদান ,ভাবনায় মিশে ,
কঠোর নির্যাতন সহ্য, অশেষ ক্লেশে ;
হতে পারে সমাজে একমাত্র ক্রান্তি ৷
শুধু ,হট্টোগোল, ভিড়, ওরা- ভ্রান্তি !!


(ইং-০৩-১০-২০১৭)
বিনম্র নিবেদন- ত্রিপুরা ভারতের এক ছোট প্রদেশ । তার ভাষা বাংলা ৷
শ্রদ্ধেয় স্বনাম ধন্য স্বচ্ছছবি শ্রী মানিক সরসার (সি.পি.আই.এম.) দীর্ঘ একুশ বছর মুখ্য মন্ত্রীর পদে আছেন ,
০৯-০৬-১৯৯৭-থেকে ৷ এ- এক চমৎকার পার্টীর ছবি ৷
সেখানে পুনঃ- ১৮-০২-২০১৮-তে প্রদেশে ভোট ৷
আমার এ ক্ষুদ্র প্রচেষ্টা, ত্রিপুরার ক্রান্তিকারী জনগণের প্রতি কাব্যটি “ক্রান্তির স্বরূপ”, উৎসর্গ করিলাম ৷