ঘরের কোণে একা দাঁড়িয়ে এক লাঠি
সে সহিষ্ণু আছে তার পদ তলে মাটি ,
শক্ত সমর্থ পাঁকাপোক্ত বাঁশে সে গড়া
তার তেজে কাঁপে চোর কুকুর পাড়া ।
একদা গুরুহস্তে শোভিত পরিপাটি ,
এখন তাঁর শূন্য হাত, নেই সে লাঠি ।
লাঠি বলে- বলিয়ান পুলিশরা মাতে ,
দারোয়ান পাহারায় লাঠি ধরে হাতে ।


রাখালের লাঠি, গরু গাধা হয় জব্দ ,
লাঠিতে ঝান্ডা বাঁধা, মিছিলে কত শব্দ ।
আজ কাল একদিকে লাঠি তাকে ত্যাগ ,
অপর দিক বাড়াবাড়ি হই যে অবাক !
সভ্যতার জাগরণে ত্যালতেলে লাঠি ,
তার সংখ্যা আর চটকে, উন্নতি খাঁটী !


(ইং-০৬-০১-২০১৯)