মার্ক্স বলেছেন হে, সর্বহারা -
আপ্রাণ এক হয়ে লড়ো- তোমরা ,
পেতে, ক্ষয়িত অধিকার ।
খোয়া গেলে যাবে মাত্র, হাতে পায়ের বেড়ি -
পেলে, পাবে সারা সংসার !


হ্যাঁ, ঐ লুটের, অন্যায়ী, স্বার্থীর ,
স্বার্থ-মর্মে ঘটিলে, আঘাত-
তারা অবশ্য করিবে, তীব্র প্রতিঘাত !
তারা রুখে দাঁড়াবে, মারমার-কাটকাট ,
তারা যে চায়- সদা লুটের ঠাটবাট !


ওরা এক হাড়ির এক নমুনামত- জাত !
একটা টিপে বুঝি, ফুটেছে কিনা সারা ভাত !
তাদের নিজস্ব মতবাদ, বুকে পোষে ,
তাই চাওয়া ! অবশেষে স্বার্থবশে ।


ঢোর, মূর্খ, নারী, গাঁওয়ার ,
তারা হোক প্রতাড়িত , আছে অধিকার !
এই তো তার মান্য বিচার-জ্ঞান ,
তারা এভাবে হতে চায় মহান !!


শুধু মূর্তি খণ্ডিত করা নয় ! তার বিচার ,
চায়, আদিবর্বর, পুরাতন, আচার !
তখন, মতবাদ খণ্ডিত হয় -
যদি কিনা আরো যোগ্য মদবাদ আনা যায় ।


এরা চায়, নিজ নাম কালিমায় -
তারা স্বয়ং ভরে ইতিহাসের পাতায় !!


ঢোর> পশু , মূর্খ >বুদ্ধু , নারী> স্ত্রীজাতি , গাঁওয়ার> গোঁয়ার । (মনু সংহিতা) ।
(ইং-০৭-০৩-২০১৮)