একদিকে সততা, কৃচ্ছ্র সাধনের অম্বার
অপর দিকে বিপরীত এক হিংস্র রূপকার ,
ক্রূর সে অন্যায়ে ভালরে করছে তছনছ্
অন্যায়, বিজ্ঞও যেন সহ্যতে বিবেচক ।
রিপুর অপরাজেয় চেষ্টা সব মাঠেমারা ,
দ্রোহে, অকালে জীবন হারায় কতরা ।
তবু, বিপ্লবীরা ধরে বাজী, অকুতোভয়
যত পর সেবা প্রচেষ্টা-যদিও হয় ক্ষয় ,
এদিকে অসৎ চরিত্র সহজে পায় জয়
যেন অনৈতিক কর্মই- গড়ে মঙ্গলময় ।

আকাশে সোনার চাঁদ- ঝলমলে এ ধরা
ভালরা ভালকাজে মরিয়া- পাগলপারা ,
প্রকৃত জ্ঞানী মানুষ, নয় তাঁরা দিশেহারা
আজ না কাল জয়ী হবেই- সত্য সতেরা ।

(২৭-১১-২০২১)