রূপসী রতন, প্রেয়সী আপন
পিপাসায় মিটাও বক্ষ-মন ,
মনের মণিকোঠায় ধরি যতন
তুমিই শান্তির বন-উপবন !
তুমিই আদরে ভরিয়া চিত্ত
কত না ভাবুকে রাখ নিত্য ,
অসাড় মনেতে ঝড় আনো -
নব আশায় দাঁড়টি টানো !
বাঁচার উপায় করিয়া জড়ো ,
ক্ষত মনের শুশ্রূষা করো !


তুমি আছ তাই মোর বাঁচা -
তবেই আছি ভবে তরতাজা !
বিপদে, বিপাকে ভালোবেসে ,
দাও সান্ত্বনা, কত না আবেশে ।  
তব দয়ার বক্ষে এ-মন রেখে
তৃপ্তির সুখনিদ্রা ভরা চোখে ।


শূন্য করিলে, ভাবনা ঘট -
পাগলসম ছোটা, মাঠঘাট !
তুমিই সাক্ষী- দানো বল -
তব চালনায় আমি সচল ।  
গত জীবনের পরম সম্বল -
স্মৃতির গভীরে ডুবি অতল !
দুঃখ-জ্বালার, মুমূর্ষু ক্ষণ ,
তুমি যে শাশ্বত- প্রিয়জন ।  


(ইং-২৮-০৬-২০১৮)
কাব্য সার, > স্মৃতিকে ঘিরে ,