একদা বনে জঙ্গলে ভরা ছিল শ্বাপদ
ছিল মানবের শত্রু, কত কত আপদ ,
যুগ হাওয়ায়, সময় বদলায়, অপার
বহু পরিবর্তন ঘটে অধুনা এ সংসার ।


মানুষের অরি জীবিত, রোগ কীটাণু-
নয় এখন ভয়াবহ- অদ্য ক্রূর জন্তু ।
যদি উপলব্ধ থাকে ভয়, সে মানুষ !
মহাদোষ তাঁর যে, নির্মম মান-হুঁশ ।


মানব তাঁর জয় অনেক ,শত্রু- রিপু
মানবতার তকমা গ্রহণ করে-স্বয়ম্ভু !
তবু সুযোগে রত কতল-হত্যা, কর্মে ,
সে অগাধ জ্ঞানবান, নাছোড় ধর্মে !


(ইং-১০-০৬-২০১৯)