চোর ঢুকেছে বস্তিঘরে
সিঁধ কাটায় হয় কষ্ট ,
ঘামে ঘামে নেয়ে উঠেছে
সময় করেছে নষ্ট ।
কিছুই পায় না ঘর মাঝে
হাঁড়ি কড়াই ফাঁকা
বাক্স পেটারা কিছুই নাই
গৃহস্থ শুয়ে একা ।


দড়ি দিয়ে গৃহীকে বাঁধে
মুখে কাপড় চাপা ,
তন্ব তন্ব সারা ঘর খোঁজে
চোর রাগেতে খ্যাপা ।


ইশারায় মালিক কিছু দেখায়
মুখটি চায় খুলতে ,
ধনের সন্ধান হয় তো জানে
চোরকে চায় বলতে ।
শ্রমিকের ধন গৈতি কোদাল
আর আছে দু’টি হাত-
গতর-শরীর চালনা করে
শ্রম বেচে দিনরাত ।


মালিক সে সজাগ ওত্-পেতে
শ্রম করিবেই চুরি ,
চোর ও দেখে ঘরের চেহারা
ফাঁকা শ্রমিক বাড়ি ।


(ইং-০৭-০৩-২০২০)