ভূতের-বিচার, বিচ্ছিন্নতাবাদী ,
সে অতীত থেকে, কর্মে আদি ;
আকাঙ্ক্ষিত ভূত, ভরাতে মুরাদ ,
হিংসার আগুন, সারা গুজরাত !


ভাগ! এবার সত্বর উত্তরবাসী ,
তোমার স্থান সে- গয়াকাশী ।
গোটা ভরতভূমি, এক না ,
গুজরাতে বাস, শক্ত মানা !


বিভেদকারী যেখানে যতো -
ভাবনা ভাবে ভূতের মতো !
এই ক্ষুদ্র স্বার্থে তার বাঁচা -
ভূত মানে না, মামা-চাচা ।


ভূতের তাণ্ডব বিশ্ব ময় ,
শান্তির ঘরে, চায় প্রলয় ।
ভূতের গায় শক্তি বেজায়
তার মতলব মর্ত্য জয় ।


(ইং-০৯-১০-২০১৮)
*-ভূত-বিচার, > বিচ্ছিন্নতাবাদীর আচরণ ।
*-(ইং-২৮-০৯-২০১৮)-থেকে ঘটিত আজ অব্দি, গুজরাতের ঘটনার উপর লেখা ।
*-মুরদ, মুরাদ, > সামর্থ্য, পুরুষত্ব ।