না ঝঞ্ঝাবাত্, না অশনি সংকেত !
না ভূকম্প, বন্যা-জল -অতল
কী সে জন্তু শক্তি ধরে যতেক !
বায়ুমণ্ডলে উৎপাৎ যেন ভূতপ্রেত ,
হঠাৎ কি না জীবন হয় অচল ?
সে মৃত্যুরে আজ করে তরল ।


ভাবিতে ও ভয় ! নিশ্বাসে বিষময় ,
এক সূক্ষ্ম জীবাণু সব করে ক্ষয় !
না মেঘনাদ-ইন্দ্রজিৎ , মেঘে ঢাকা
না বজ্রনিনাদ ! আকাশ নীল ফাঁকা ,
অকস্মাৎ কোথা হতে এ মৃত্যু দেখা !


এ প্রহেলিকা পরগ্রহের পরজীবি
অসময় দৈত্যরূপে মর্ত্যে হাবি ,
একসাথে সর্বদেশে খরবেগে
‘করোনা’ সর্ববন্ধন ছিন্ন-ত্যাগে ,
এ যেন বজ্রপাত বিনা মেঘে ।


*-হাবি > কর্তৃত্ব , প্রভাব বিস্তার করা ।
(ইং-১০-০৪-২০২০)