এখনো সংসারে কার্যকর জ্ঞানেরা-মসিমাখা ,
      শিক্ষার মন্ত্র, ভুল থেকেই শেখা ।
ভাষ্যে জ্ঞানে আচারে খাদ্যে, কর্ম উদ্যমে ,
   ধাঁধাঁয় জড়িত সবকিছু ,বাঁচার ধর্মে ।


জটিলতায় ঘেরা স্থিতি-পরিস্থি , কাল-সময় ,
      বেঁচে থাকাটা এখন সরল নয় !
অন্তর্ঘাতী শত্রু সজাগ, বোধাতীত ষড়যন্ত্রে
   রক্ষায় কাজ হয় না চিরাচরিত মন্ত্রে ।


ভেজালে কুখ্যাত যুগ, সত্যজ্ঞানে বঞ্জর-ভূঁই
     খুঁজলে ভুষির মধ্যে মেলে না সুঁই ।
তীর-ধনুক তার স্থানে শোভা পায়- মিশাইল ,
     বিমান সৃষ্টি হয়,- দেখে উড়ন্ত চিল ।


মানুষ নিশ্চিন্তে বিশ্ব জয়ে চলছিল সে বেশ ,
     ছিল না ভয়ের কোন কারণ বিশেষ ।
জীবনে বহুতর জয় পেলে ব্যক্তি হয় দাম্ভীক্ ,
     আহত মানুষ যেন করোনায় মূষীক !


করাল স্রোতের জীবন নদে প্রলয়কারী সাজ
     সন্ধান চাই সুপথ, নব ধারায় আজ ,
বিপদ ত্রাণে মেধার ঘরে জ্ঞানোদয়ের ধার ,
  সিঁড়ির ধাপ বৃদ্ধি হোক সে যোগ্যতার ।


(ইং-১৫-০৪-২০২০)