নাকের ডগায় বসে- মাছি
চলছে না আর কোন চালাকী
ডান হাতে খাচ্ছি ভাত ,
ভাঙ্গা বাঁ-হাত ঝুলানো কাঁধ ।


ক্ষুদ্র তবু সুযোগ বোঝে
বড়ো জাগরুক স্বার্থ কাজে
নাক ঠোঁকা ছাড়া উপায় নাই ,
মাছির জ্বালায় অস্থির তাই ।


মাছি, মাপ কর ভাই- এ যাত্রা
বুঝেছি আজ তোর ক্ষমতা ।
তুই যদিও এক ক্ষুদ্র মাছি
ছেড়ে দে মা কেঁদে বাঁচি ,
কত বিনয়ে যে খুশী হ’বি -
জ্বালায় নাক কান মলি- সবি ।


(০৫-০৯-২০২১)