ভারত এক শক্ত দৃঢ় আধ্যাত্মিক- দেশ
কৃষ্টি-সংস্কার, মুনি-ঋষির গড়া গণবেশ ,
আদি হতে হানাদারের কত ললুপ দৃষ্টি
এ ভাবে জাতির ভাবনায় ঘটে নষ্ট কৃষ্টি ।
এ দেশ ভালোবেসে আপন করে মায়ায়
স্থায়ীত্ব পায় আত্মবিশ্বাস,সুর বাজে হিয়ায় ।


ব্যতিক্রমী সে প্রবল ধূর্ত জাতি- ইংরেজ
তার উচ্ছেদে দেশে বিদ্রোহ হয় সতেজ ।
দক্ষ-নিপুণ “বিভেদ এবং শাসন” কলায়
কুবুদ্ধির মানুষ, গলে শোভে বিষ মালায় ।
ছিন্নভিন্ন করে দেশের আত্মা অস্তি-মজ্জা ,
লোক, নির্বুদ্ধিতার মাসুল গনে ,মহালজ্জা !


এরপরও থামেনি ধারা, ফাঁকে মাথা চাড়া ,
বেঁচে অশেষ দুষ্কৃতিরা, ক্ষতিতে আত্মহারা ।
দেশের অন্নজল, বায়ু সেবন করে পায় ত্রাণ
নড়েচড়ে দেশের অনিষ্টে- চেষ্টায় আপ্রাণ ।
তীক্ষ্ণ শকুন দৃষ্টি অস্থির, আহার নিদ্রা- নষ্ট
দেশ কেন সুসংগঠিত ? কুচক্রীর ক্লেশ-কষ্ট ।


(১৫-০৬-২০২১)