স্বাধীন পাখীরা, নানা জাতের
মজুদ দু’টি পাখা ;
তার নীড় খড়কুটোর- সাধের ,
বাঁধা গাছের শাখা ।
তারা নিরীহ সরল প্রাণের
স্বভাব রুচিতে নানা -
দল-ঐক্য, দেখি সকলের ,
পাখনার রংটি মানা ।


এক শিকারী শিকার করে
মনেতে এঁটে ফন্দি ;
সব রকমের পাখী ধরে ,
খাঁচায় করে বন্দী ।


মেলে জবাব,তার কথায় ,
“গণতন্ত্রের দীক্ষা ;
পুঁজিবাদের ব্যবস্থা থেকে
পেয়েছি এই শিক্ষা ।
দানা দাও আর সুর মিলাও ,
যেমন যে ভালোবাসে ;
দেখ, সে ভোলাপাখী এসে ,
তোমার খাঁচায় ফাঁসে।”


(ইং-১৯-০৩-২০১৯)
*-আগামী ২০১৯-এর লোকসভার ভোট, সুষ্ঠু সুব্যবস্থিত হোক এই কামনা করি ।