উত্তম প্রবাদ, চাদর সীমায়- বাড়াও পা
অতি আশায় ভাসিও না গতর- গা ;
মিথ্যার ফানুসে হলে ভর
একদিন ভাঙে সুখের ঘর ।


নিজ ঘরে দিয়ে আগুন
মূর্খ উথলে ওঠে -
ভাবে কত না তার গুণ ;
দুর্বুদ্ধির মন, যদিও বিচারভাব সূক্ষ্ম
কৈ তার সুখ সঞ্চার ? হয় ভস্ম ।


যারা স্বার্থে যে বিশেষ পারদর্শী ,
বিনা প্রয়োগে মসী বা অসি
ক্ষণকাল থাকে সুখে ,
আবার সৎ বাঁচে, ভিক্ষা মেগে ;
কিন্তু তার অন্তকরণ বেজায় খুশী ।


(০৩-০২-২০২৪)