দোষ নয়--কোন জনার
সর্বদোষ সে হাড়-মজ্জার ,
সহস্র বছরের জড়িত আচরণ -
হঠাৎ করে কি যায় কখনো !


উন্নতি কেন হয় না ?
তার কারণ নিয়ে সমীক্ষা কেহ করে না ,
মান্ধাতার পণ্ডিতের দাওয়াই -
বিচার জড়তায় পড়ে আছে সবাই ।


না পরিবর্তন, জীবনধারা
এক একাঙ্গী বিচারে খেইহারা ;
স্বপ্নেও দর্শন- বৈচিত্র -
তবু , জীবনভর ধরে একই মন্ত্র ।


আজ সময়, নিজেকে পরিবর্তন
নুতনত্ব মন্থন , দরকার অগণন ;
আবার কিছু বললে এ বেলা
জোরদার পিঠে পড়ে ঢেলা ।


(০২-০২-২০২৪)