প্রথমেই ক্ষমা চাই এ মিথ্যুকের বারতা
কথা তো কলেবরে রূপ নেয় অতি বৃদ্ধি
সংসারে ভরে আছে অজস্র সব কথা
কথার ডালপালা আকার-প্রকার
সীমা-পরিসীমা নেই যে তার -
শুনে, কারো বা বুকে ধরে বিশেষ ব্যথা ,
অযথা হলে মনঃকষ্ট- রাগবিদ্বেষ সৃষ্টি ।
আবার অর্থ নাবোঝায় বাড়ে ক্লেশ -
দু’টি কথা দিয়ে শুরু, আগে তা’ লাগে বিষ
কথা নিয়ে বৈরীতা বাড়ে অশেষ ,
তবে, সারার্থে সেই দু’টি কথা
এক হয় সত্য ,অপর হয় মিথ্যা ।
সর্বস্থানে কথা নিয়ে ভরা আদিখ্যেতা
তবু চলে কথা ,
কারণ উপদেশের পাহাড় সাজান বিধাতা ,
তবু ধরে আছি ভালোলাগা তাই -
কথার সাম্রাজ্যে বাঁচতে যে চাই ।
(১৫-০৭-২০২৫)