অদেখা, সবই অপরূপ ,অতি সুন্দর !
যুগে-যুগে মনকে টানে কত না তার ।
মনুষ্য জীবনে দেখা দৃশ্য, হিসাব নাই -
সে দৃশ্য-ছবিরা আদরে ডাকে সদাই ।
জীবনে অজানা প্রায় জাগতিক সব -
ধরার এক কোণাও তা’ দেখা অসম্ভব ;
এমতঃ বিষয় ঘটিলে নেশাগ্রস্থ- ভোগে ,
কখনো অপঘটন ঘটে কার্য্য সংযোগে ।


ভোগে মেটে না ইচ্ছা, সোয়াদ, তার
বাড়ে লালসা, চাহিদা হলে জোরদার ।
সাথে আনে দ্বন্দ্ব, অশান্তি অনাচার -
গ্লানি, মনোকষ্ট,কত দৃশ্য যাতনার ।
আবার সীমা ছেড়ে আগে হলে গতি
হতে পারে আবদ্ধ, নাগপাশে তার স্থিতি ।


(ইং- ০৪-০৫-২০১৮)-