দৈবদুর্যোগে অসহায় জনতা
দোষদানে সে নিষ্ঠুর বিধাতা ,
বন্যার জলে ভিটেমাটি ছাড়া
কোথায় দাঁড়াবে আজ তারা ,
কালক্রমে ঠাঁই -ত্রাণ শিবিরে
আসে ভরসা বাঁচার তরে ।


সব জাত-পাতে, মিল সাথে
ছুঁয়াছুঁত না- কারোর মাথে ,
অশুভ ভাবনারা জলাঞ্জলি
শূন্য রেশারেশি-দলাদলি ,
দিনান্তে মেলে কিছুটা অন্ন
ভুক্তভোগীরা বেজায় ধন্য ।


চিন্তামুক্ত, পদ-নীচে মাটি
বাঁধে বিচার, মনেতে খাঁটী ।
মানুষে মানুষে কত আদর
কত সুখ পায় পরেও খদ্দর ,
একমুঠো ভাত খুব সে মিষ্টি
স্বাদে-জল-নুনেও মেলে তুষ্টি ।


(ইং-০১-১১-২০১৯)