জীবনটা বড়ো উষর-রুক্ষ
যেন এক ঘানিটানা গরু ,
যেন চোখে ঠুলি পরা
চক্রাকারে কেবলি ঘোরা
হোক না সাহসী বা- ভীরু ।

অতি কঠোর এ ভবসংসার
ফাঁকিতে হয় না উদ্ধার -
পেতে কষ্ট-যাতনার মুক্তি ,
চাই অধ্যবসায় কর্ম ভক্তি ।

দু’দিনের সুখ মহত্ত্ব গুণ -
যাঁরা আপাততঃ সুখে রয়
জীবনটা কাটায় হেলায়
অপুরণ যতো আকিঞ্চন ,
কিছু দিনের সাক্ষী হ’তে
সংসার মাঝে মানব বুকে ,
সুকর্মই সার , ঝঞ্ঝাবাতে
মানব মূল্যই অমর, টিকে ।

(২৭-১২-২০২০)