নানা মুনির নানা মত
মতপার্থক্য আবার অগাধ ,
কেউ-বা বলে বিশ্ব গোল
কেউ-বা বলে চ্যাপ্টা ,
মানুষ মানুষ সমান বলায়
কেউ বা করে ঠাট্টা ।
সবার দেহে লাল রক্ত
ব্যতিক্রম দেখি না তার
কতর কতো চিন্তা বাড়ায়
শ্রবণে এ সাম্য-বিচার ।


প্রতিটি-তর্ক অকাট্য তাঁর
যুক্তির সমাহার ,
ভূত প্রেত দত্যি-দানা ,
জাত-পাত, ধনী-গরীব
হবে কাী এক মানা ?
দুধ-দহি-ঘি, মাখন-ছানা
সাথে ব্যাঙ-ব্যাঙাচি পোনা ,
পারলে, এক করে দেখাও
তবেই যাবে সত্য জানা !


(ইং-১৬-০৪-২০২০)
*-এড়োতর্ক > অসার তর্ক ।