গতপ্রাণা তাঁর আত্মারে নাড়াচাড়া
ছিল অকাজের তবু সৌজন্যে ভরা ,
যার প্রবল ইচ্ছা বাঁচা নিজ ভিতে
সংসারে কাজও করে জন হিতে ,
একটু নিঃশ্বাস নিতে চায় খুশীতে
সে বেচারা মূল্যহীন এ পৃথিবীতে ।
লক্ষ্য মধু, মৌচাকে ঘেরা মৌমাছি !
নামীরে সেবা, না দেখা সে অশুচি ।


জলে জল বাঁধে, টাকা সে টাকায় ,
নামে নাম বাড়ে, দেখে না ঠকায় ।
কত গরীব প্রতিভা তাকে অদেখা
ভালুক নাচে আহ্লাদে ভ্যাবাচেকা !
ছড়ানো ছিটানো সোনা দেশময় ,
তারে তাচ্ছিল্য, চলি ভিনদেশ জয় ।


(ইং-২৯-১১-২০১৯)