কোন কোন জীব ছ’মাস খায় না
ঘুমঘোরে থাকে বেশ ,
কতর ভাগ্যে জোটে না আস্তানা  
রাস্তাঘাটে জীবন শেষ ।


কতো সুখ নিয়ে বাঁচে এ জগতে
স্বাদে, দুধ-ক্ষীর-ঘৃত-মধু ,
কারো বা কষ্ট তবু খুশীতে মেতে
বতল ছিলিম ছাইপাশে শুধু ।


কারো কারো জীবন লম্বা অনেক
শেষ হয়েও হয় না শেষ ,
বাঁচার তরে কত বা উদাসী যতেক
খেয়ে-খেয়ে মিটায় হাপিত্তেশ ।


জীবনে বহু আছেন বেহিসাবীপনা
সুখ-দুখ রাখে না হিসাব ,
কতর কপালে অঢেল সুখখজানা
তাঁর সৌম্য-শান্ত স্বভাব ।

(ইং-১৭-০৯-২০২০)