বাঁচার তরে সে বুদ্ধি-বিবেক
চলে না কালে নিজ আবেগ ,
মহল্লার নেতা সেই বিধাতা -
সব কাজেতে মানা, বাধ্যতা ।
হেয় বা অমান্য, কারণে সেথা
দুঃখ আমন্ত্রণ, অসহ্য ব্যথা !


দু’হাত জুড়ে বিনয় ভরে -
অন্যায় হজম ধৈর্য ধরে ,
কাজে অকাজে তার দয়ায় -
বাঁচা মরা, জীবন চালনায় ।
নেতার দুয়ারে হত্তে দিলে-
শুভ ফলটি অচিরে মেলে ।


পুরুতের চাপ গেছে কমে ,
এরাই পুরুত নূতন নামে !
তার মুখের- হা- না ভরালে -
ভাসবে অকালে, অথৈ জলে !
যদি থাকে, তোষামুদী-গুণ -
তবেই জ্বলে সুষ্ঠু উনুন ।


(ইং-০৫-০৭-২০১৮)