মত ও পথ তারা অবাধ
এ কালে ভরে অগাধ -
চৈতন্যে ধারণে মনে
যে যেমন নেয় মনে-প্রাণে ।
কারো গ্রহণ ভাবুকতায়
কারো বা প্রাণে মাতায় ,
কেহ নেয় তত্ত্ব জানায়
তাই, লেগে আরাধণায় ।


কতো পায়, সেথা জয়
কতোর কাল বৃথা যায় -
কোন পথ দেখায় দিক
হ’ল না জানা সঠিক
খোঁজেতে ঠিক- সত্যি
মেলে নি আজ অব্ধি ,
যা কিছু মান্য জ্ঞানে
নেয় মনে আসল জেনে ।


অভাগার বড়ো কাম্য
যে পথ আনে সাম্য
হায় ! রুক্ষ ঝড়ে
সে পথ যায় উড়ে
দেখি তার ছিটেফোঁটা
এখনো হেথা-হোথা-
অনেকে পরম মেনে
সুখে আছে ভূবনে ।


(ইং-২৩-০৮-২০১৮)