ভাবতে ফুরায় সব দরকার
জগতে ভরেছে জ্ঞানের পাহাড়
সর্বক্ষেত্রে সব প্রায় বলে শেষ  
কত রঙিন সুরেলা সে কথার রেশ ,
দেখি না বেঁচে কিছু আরো বলা  
কথা, অজস্র অতুল বলা হল মেলা ।

সংসারে মহান মহান জ্ঞানী
সম্ভ্রমে হয় নতঃ মাথা ,
মুখ ফঁসকে কিছু বলা যা-তা
এ এক দুঃসাহস ভরা কর্ম জানি ।
তবু জীবন চলে না কিছু না বলে
তা’ বলে বোঝার আছে এ কালে ,
সময় সবার যতেক কম
কাজের কথায় জাগুক মন ।

(৩০-০৬-২০২২)