জেগেছিল ,ঐক্যে জ্ঞানালো ধরে
পেল বল, অন্ধরা নিকষ আঁধারে ,
মেলে অমূল্য আঁখি মে দিবস কালে
জীবনে লভিতে শক্তি বনমাটিজলে !


বাঁচিতে চলার পথে মহামূল্য মাণিক ,
লভিল স্বাদ, সুখাভাস হৃদে ক্ষণিক ।
একতায় আপ্রাণ লড়ে, ত্যাগী শ্রমিক
বাধ্য দিতে দাবীরে, সে ক্রূর মালিক ।


অমোঘ অস্ত্র , ভাঙিতে শোষণ যন্ত্র ,
মে দিবস শক্তি- এক কবচ,-মন্ত্র ।
অদূরে শ্রমিক না লভে যোগ্যতা
পুঁজিবাদ চায় ধার সমূলে ভোঁতা ।


পুনঃ শোষণ-যাঁতা অতি সক্রিয়
বণিক দল একতায় আজ অজেয় !
ঈশানে অশনি, প্রতিভাত সংকেত ,
লড়িবে শ্রমিক মরিয়া তার জেদ ।


(ইং-০১-০৫-২০১৯)