(দীপ্তি রায়-২৭/০৯/২০২১, ১২:৪৫ মি:
আজকাল সমাজে যারা গর্হিত কর্ম করে তারাই সমাজের মধ্যমনি !
সবাই তার প্রশংসায় পঞ্চমুখ ! এটাই আমাদের ঘুনেধরা সমাজ ,ভালো কাজের উৎসাহ কম !)
আমার কাব্য “মধুমক্ষিকা” (আসরে ২৬-০৯-২১) , প্রিয় প্রবুদ্ধ কবির অপূর্ব উপর বর্ণিত মন্তব্য পেয়ে , আজ তাঁর সম্মানে আমার এ কাব্য উপস্থাপনা ।


ওঁরা গুণীমানুষ
ওঁরা আজ বড়ো ,মান্যবর গুণে
গর্বে ভরা ভাবনা ধরে তাঁরা মনে ,
সুপরিবেশে সমাজের অন্নজলে
হয় জীবন সফল ,সৌভাগ্য বলে ।
প্রাতঃস্মরণীয় এ যুগ-কালে
একটু দর্শনে কতোর মন গলে ,
ঘরে ঘরে শোভে সে ছায়াছবি
কত কত প্রতিজ্ঞ সে মত ‘হবি’।


মিডিয়ার- অকার্পণ্য পঞ্চমুখ
প্রশংসায় তাঁরা প্রচার পান খুব ,
জনাশীর্বাদ ঘনিভূত হয় স্তরে স্তরে
শ্রদ্ধাসন গড়ে তোলে জন- অন্তরে ;
জাদুই চমৎকারিক সে প্রতিভা
ধরে- অবতার সম বরেণ্য শোভা ।


সেবায় দূরে , জীবন করে সাকার
বিজ্ঞাপনে আয়পথ করে- কন্ঠহার ,
পয়সাই মানা- শ্রেষ্ঠতম উপহার !
তাঁরা বেছে নেয় এমতঃ কর্মভার ।


(২৭-০৯-২০২১)
‘হবি’ Hobby > আদর্শ শখ ।