কণ্ঠে শোভে সুগন্ধি ফুলমালা
রম্যগাড়ী কাতারে দূর-দূর মেলা ,
ওঁরা মহানুভব ! অদ্ভূত রকম স্বভাব ,
তাঁরা জানেন জনতার সব হাব-ভাব ।


বলেন, সহর্ষে মনের সুখে গাও গান
নাচো-কুঁদো এক করো জমিন-আসমান ।
এ দেশ সমুজ্জ্বল উন্নত সুখী-জনতার
চেয়ে দেখ হিল্লোল ভরা, সুখসাগর ।


জনতা জ্ঞাত তার বাস্তব ধরাতল
সময়ে পায় না স্বচ্ছ পানীয় জল ,
মম ঘর নড়বর, ঝড়ে কাঁপে থরথর
অভুক্ত কত দিন ! কেহ রাখে না খবর ।


ফাঁটা বাঁশের বাঁশী আর ভাঙা ঢোল
গানের সরঞ্জাম- এই তো সম্বল ,
গলা ঘড়ঘড় গানে সরে না স্বর
ওঁরা বলে, ঝেড়ে ফেল ব্যাধি-জ্বর ,
তাঁদের আদেশ আসে আমার উপর
গানে গানে ভরে দাও সারা সংসার ।

(ইং-২৮-০৫-২০২০)