সাগর- হ্রদ- নদী- খাল- বিল্
পুকুর- ডোবা- নালা, ঝিল্ ,
সেখায় স্বাধীনে মাছ করে কিলবিল ;
তারা জল করে না দূষিত- নষ্ট ,
তারা তার স্বার্থে কাউকে দেয় না কষ্ট ।


ফল দানে বৃক্ষরাজি
আরো দেখি উপকারী পারাপারের মাঝি ।


কিছু আছেন সমাজ সেবী ,
কিছু শিক্ষকের দেখি, বিনামূল্যে পড়ানোর হবি ।


এই দলেও আসেন শ্রেষ্ঠ গুণধর মাতা-পিতা
লায়ক পুত্র-কন্যা,
অসময়ে রূপ নেয় না ওদের বিপদে ছাতা ।


(২২-১২-২০২২)
হবি > শখ ,